নিখোঁজের ২ দিন পর সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে নিখোঁজের দুই দিন পর সাত বছরের শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হোসাইন টঙ্গীবাড়ি উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
আজ রোববার সকালে উপজেলার ধিপুর ইউনিয়নের পলাশপুর এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হত্যায় জড়িত সন্দেহে আরিয়ান ওরফে মাহিম (২০) নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে খেলতে গিয়ে হোসাইন আর বাড়িতে ফেরেনি। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা জানতে পারে প্রতিবেশী আরিয়ানের সঙ্গে বিকেলে বাইসাইকেলে তাকে ঘুরতে দেখা গেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিয়ান হত্যার কথা স্বীকার করে এবং মরদেহ কোথায় রাখা আছে তা জানায়। পরে সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, হত্যার কারণ সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Comments