খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানার আওতাধীন ২২তলা ভবনের পাশের একটি গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত গোলামের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি হরিণটানা থানার ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, পুরোনো শত্রুতার জেরে কয়েকজন গোলামের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলামকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, 'রাত সাড়ে ১২টার দিকে তিন-চার জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে গোলামের ওপর হামলা চালায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।'
তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
Comments