খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা চুরি

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের একটি লকার ভেঙে আনুমানিক ১৬ লাখ টাকা চুরি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের সাপ্তাহিক কার্যক্রম শেষে ব্যাংক বন্ধ করা হয়। পরদিন শুক্রবার রাত ১০টার দিকে ব্যাংকের নিরাপত্তা কর্মী প্রধান ফটকের কলাপসিবল গেটের তালা ভাঙা দেখতে পান। তিনি স্থানীয়দের জানালে, তারা রূপসা থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ব্যাংকের কর্মকর্তারা ঘটনাটি জানতে পারেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধের পর শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা নিয়ে গেছে বলে ব্যাংক ম্যানেজার জানিয়েছেন। আমরা ব্যাংক ও আশপাশের এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছি।'
তিনি আরও বলেন, 'ঘটনার রাতে ব্যাংকে কোনো নিরাপত্তা প্রহরী দায়িত্বে ছিলেন না। ধারণা করা হচ্ছে, এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা টাকা চুরি করেছে।'
এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।
Comments