দরবার শরীফে গুলি করে হত্যা, ২৮ বছর পর একজনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে একটি দরবার শরীফে ২৮ বছর আগে গুলি করে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হারুন-অর-রশীদ এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শেখ তৈয়বুল্লাহ সিদ্দিকীকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বক্কর দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার রায়ে আরেক আসামি মো. ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ১ মার্চ হাটহাজারীর ফরহাদাবাদে 'আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়া'তে বাৎসরিক ওরশ উপলক্ষে ভক্তরা সমবেত হন। সেসময় শেখ তৈয়বুল্লাহ ও তার অনুসারীরা দরবারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। তখন সংঘর্ষ হয় এবং ঢাকার ডেমরা থেকে আসা এক ভক্ত ইব্রাহিম হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সংঘর্ষে আরও অন্তত ৭ জন গুলিতে আহত হন।

ঘটনার পর ওরশ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শাহীন শাহ ভূঁইয়া হাটহাজারী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয় এবং ২০০২ সালের মার্চে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মইনুল ইসলাম সোহেল বলেন, 'রায় ঘোষণার সময় তৈয়বুল্লাহ সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি ইকবাল পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন।'

তিনি বলেন, 'মামলায় মোট ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছিল। দীর্ঘ ২৮ বছর ধরে মামলার কার্যক্রম চলেছে। ছয়জন আসামি মারা গেছেন। বাকি ছয়জনের মধ্যে দুজনের সাজা হয়েছে। মামলার বাদী মো. শাহেনশাহ ভুঁইয়াও বয়সজনিত কারণে অসুস্থ।'

Comments

The Daily Star  | English

Mymensingh’s handmade ‘Laal Chini’ gets GI recognition

Producers hope the 200-year-old craft will gain global attention

52m ago