ধানমন্ডি ৩২ এ পুলিশের পাশেই চাপাতি নিয়ে ছিনতাই

চাপাতি দেখিয়ে ছিনতাই করে ট্রাফিক পুলিশের পাশ দিয়ে ছিনতাইকারীকে পালাতে দেখা যাচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চাপাতি দেখিয়ে ছিনতাই করে ট্রাফিক পুলিশের পাশ দিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ধানমন্ডি ৩২ এ নিউ মডেল বহুমুখী হাইস্কুলের বিপরীতে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ শুক্রবার ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে, বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারী। পরে তাকে হুমকি দিয়ে আরও কয়েকজনের সামনে দিয়ে মূল সড়কে এসে ট্রাফিক পুলিশের পাশ দিয়েই চলে যাচ্ছে ছিনতাইকারী।

একটি গাড়ির ভেতর থেকে করা ভিডিওতে দেখা যায়, অন্তত তিনজন ট্রাফিক পুলিশ সদস্যকে সেখানে দায়িত্ব পালন করছেন। তাদের পাশ কাটিয়ে ছিনতাইকারী নির্বিঘ্নে চলে যাচ্ছে।

যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার সময় ট্রাফিক পুলিশরা উল্টো দিকের যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন, ফলে বিষয়টি তারা খেয়াল করতে পারেননি।'

তিনি আরও বলেন, 'ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। আমরা ভিডিও দেখে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি এবং ভুক্তভোগীকে খুঁজছি।'

ভিডিওতে আরও দেখা যায়, পথচারীরা  ছিনতাইয়ের ঘটনা দেখলেও কেউ সাহস করে এগিয়ে যাননি।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Comments