সচিবালয়ে বিক্ষোভ: ১২০০ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ফটো | ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগসহ বেশ কিছু দাবিতে সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, মামলায় অজ্ঞাতপরিচয় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ আনা হয়েছে, অজ্ঞাতনামা এক হাজার ২০০ জন বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারী পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীকে দায়িত্ব পালনে বাধা দেয়, পূর্ব পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিক্ষেপ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুরুতর জখম করে। কর্মকর্তাদের অবৈধভাবে আটক করে রাখে, বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।

দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৪১, ৩৪২, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলাটি রুজু হয়। মামলা নম্বর ১৮।

খালিদ মনসুর জানিয়েছেন, এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

Comments

The Daily Star  | English
Milestone Jet crash

Milestone tragedy: 13 fighting for life in ICUs

Thirteen people, mostly children, were fighting for their lives in Intensive Care Units (ICUs) of hospitals yesterday, three days after a jet crashed into Milestone School & College in Uttara’s Diabari.

9h ago