গুলশানে চাঁদাবাজি: রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ

আবদুর রাজ্জাক রিয়াদ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় একটি বাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আবদুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, রিয়াদের বাসা থেকে চেকটি উদ্ধার করা হয়েছে। রিয়াদ বর্তমানে রিমান্ডে আছে। আমরা এ বিষয়টি খতিয়ে দেখছি। আশা করি তদন্ত শেষে বিস্তারিত জানা সম্ভব হবে।

গত ২৬ জুলাই গুলশানের ৮৩ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফ্ল্যাটটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের।

এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রিয়াদসহ চারজন এখন সাত দিনের রিমান্ডে রয়েছেন। বাকি তিনজন হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর ইউনিটের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না (২৪), সদস্য সাকাদাউন সিয়াম (২২) এবং সাদাব (২১)।

গ্রেপ্তারের ঘটনায় অভিযুক্ত নেতাদের বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago