২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার ২১ আগস্ট গ্রেনেড হামলার দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্যদের খালাস দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আবার শুরু করেছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সকালে শুনানি শুরু করে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আদালতে তারেক রহমান, বাবরদের আইনজীবী এসএম শাহজাহান, কায়সার কামাল, মোহাম্মদ শিশির মনির, মো. মাকসুদ উল্লাহ উপস্থিত ছিলেন।

গত ২ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে দুটি পৃথক আপিল শুনানির অনুমতি দেয়, যা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে করা হয়েছিল।

গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট তারেক ও বাবরসহ মোট ৪৯ আসামিকে খালাস দেয়, এর মাধ্যমে নিম্ন আদালতের দেওয়া দণ্ড বাতিল করা হয়। ২০০৪ সালের আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তাদের দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছিল।

ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্তদের করা আপিলের শুনানি শেষে তাদের খালাস দেওয়া হয়।

পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল বিভাগে দুটি পৃথক আপিল দায়ের করে।

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

3h ago