টাঙ্গাইলে সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মেহেদী (৪৫) নামে এক ব্যক্তি তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
আজ রোববার উপজেলার জেলখানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কাকলীর (৩৫) বাড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে।
পুলিশ জানিয়েছে, মেহেদী কয়েক বছর আগে মধ্যপ্রচ্য থেকে দেশে ফিরে আসেন। অর্থনৈতিক অনটনে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
মেহেদী-কাকলী দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে—মিরাজ ও মেরী। আজ তাদের সামনেই বাগবিতণ্ডার এক পর্যায়ে মেহেদী তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাকলীর মৃত্যু হয়, জানায় পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম দ্য ডেইলি স্টারকে জানান, ময়নাতদন্তের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
'আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন,' যোগ করেন তিনি।
Comments