অবসরে পাঠানো বিচারক বিকাশ কুমারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি

অবসরে পাঠানো বিচারক বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক তদন্ত দলের প্রধান সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এ আবেদন করেন।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, চাকরি দেওয়ার নামে ঘুষ নিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিকাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে। 

এছাড়া, তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

আবেদনে বলা হয়, 'দুদক নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে বিকাশ দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। যদি তারা দেশ থেকে পালিয়ে যান, তাহলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ব্যাহত হতে পারে।'

বিচারক দুদককে পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকের (অভিবাসন) আদেশের একটি অনুলিপি পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১০ জুলাই আইন মন্ত্রণালয় এক আদেশে বিকাশ কুমার সাহাসহ ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

তবে, বিকাশ কুমার ১০ মার্চ মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ১০ এপ্রিল থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার অনুরোধ জানান।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আবেদন জমা দেওয়ার পর একই আদালত তার বিরুদ্ধেও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago