হাছান মাহমুদ, নসরুল হামিদসহ সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাছান মাহমুদ ও নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় সাবেক ১৮ মন্ত্রীসহ ২৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ সোমবার দুপুরে এ আদেশ দেন।

ওই ২৬ জনের মধ্যে সাবেক নয় মন্ত্রী হলেন—হাছান মাহমুদ, ইমরান আহমেদ, টিপু মুনশি, তাজুল ইসলাম, আনিসুল হক, ফরিদুল হক খান, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী ও আনোয়ার হোসেন মঞ্জু।

সাবেক প্রতিমন্ত্রীরা হলেন—জুনাইদ আহমেদ পলক, নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জাকির হোসেন, মেহের আফরোজ চুমকী, স্বপন ভট্টাচার্য, এনামুর রহমান, জাহিদ হাসান রাসেল ও মহিববুর রহমান।

সাবেক সংসদ সদস্যরা হলেন—আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শেখ হেলাল উদ্দীন, একেএম সরোয়ার জাহান, শেখ আফিল উদ্দীন, এনামুল হক, বেনজীর আহমেদ, কাজী নাবিল আহমেদ ও শহীদুল ইসলাম বকুল।

দুদকের আবেদনে বলা হয়েছে, 'সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ ২৬ জন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই তাদের দেশত্যাগে বাধা দিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।'

দুদক আদালতকে জানায়, তাদের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন অবৈধ উপায়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে।

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

3h ago