পাবনায় ৪০ মণ ভেজাল দুধ জব্দ, কারাগারে ২

পাবনার ফরিদপুর উপজেলায় দুধে ভেজাল মেশানোর অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৪০ মণ ভেজাল দুধ ও ভেজাল সামগ্রী জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোরশেদ সাংবাদিকদের বলেন, 'আমরা তথ্য পেয়েছিলাম গোপালনগর গ্রামে দুধে ভেজাল মেশানো হচ্ছে।'
'দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন—মো. তারেক (২৫) ও তার স্ত্রী মুন্নী খাতুন (২০)। তারেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ এক লাখ টাকা এবং মুন্নীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে,' বলেন তিনি।
মোরশেদ জানান, সয়াবিন তেল, কেমিক্যাল, ডালডা ব্যবহার করে এই দম্পতি বাড়িতে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন।
Comments