বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক নিহত

dead body
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার বনানীতে একটি সিসা বার থেকে নামার সময় ৩১ বছর বয়সী যুবককে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় নিহত যুবকের নাম রাহাত হোসেন রাব্বি। তিনি মহাখালী এলাকার বাসিন্দা ছিলেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার দ্য ডেইলি স্টারকে জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

ওসি বলেন, 'রাব্বি সিসা বার থেকে নামছিলেন। এ সময় মুন্না নামে একজনের নেতৃত্বে ছয়-সাতজন তার ওপর হামলা চালায়।'

হামলাকারীরা রাব্বির ডান কনুইয়ে আঘাত করে এবং বাঁ পায়ের উরুতে তিনবার ছুরিকাঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।

Comments

The Daily Star  | English

Govt raises training honorarium, allowances by up to 50%

Trainers at joint secretary level and above will get up to Tk 3,600 per hour, up from Tk 2,500

1h ago