বন কর্মকর্তাকে হত্যাচেষ্টা: আত্মসমর্পণ করে জামিন আবেদনের পর আসামি কারাগারে

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বন কর্মকর্তাকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা মামলায় এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক নুরুল হারুন এই আদেশ দেন।
এদিন আদালতে আত্মসমর্পণ করে আবদুল মোতালেব জামিন আবেদন করেন। তিনি মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব সোনাই এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী বন মামলা পরিচালক শফিউল করিম মজুমদার। তিনি জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, 'এই আসামি সরকারি কর্মকর্তাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। তিনি একজন বেপরোয়া আসামি। জামিন হলে বন ধ্বংস বেড়ে যাবে, কারণ দুর্বৃত্তরা এই আসামির জামিন পাওয়াকে অপরাধ করে পার পেয়ে যাওয়ার উদাহরণ হিসেবে ধরে নেবে।'
আসামিপক্ষে শুনানি করেন মো. জাবেদ। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বন বিভাগ জানায়, করেরহাট রেঞ্জের সংরক্ষিত বন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করতে গেলে মোতালেব বালুভর্তি একটি ডাম্প ট্রাক চাপা দিয়ে বন কর্মকর্তা তারিকুর রহমানকে হত্যার চেষ্টা করেন।
তারিকুর বেঁচে গেলেও ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। এ পর্যন্ত তার দুই দফা অস্ত্রোপচার হয়েছে।
Comments