ঢাকার ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

ঢাকার গুলশানে অবস্থিত ওয়েস্টিন হোটেল থেকে গতকাল রোববার রাতে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গুলশান থানার পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির নাম টেরেন্স আরভেল জ্যাকসন (৫০)।
গতকাল রোববার রাতে ওয়েস্টিন ঢাকার ৮০৮ নম্বর কক্ষ থেকে টেরেন্সের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন পুলিশের ওই কর্মকর্তা।
পুলিশের পরিদর্শক মিজানুর জানান, গত কয়েক মাস ধরে ব্যবসার কাজে টেরেন্স বাংলাদেশে অবস্থান করছিলেন। ২৯ আগস্ট শুক্রবার তিনি ওয়েস্টিনে চেক ইন করেন।
পুলিশ জানিয়েছে, কোনো ময়না তদন্ত ছাড়াই নিহত ব্যক্তির মরদেহ মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিকালে ওই কক্ষে ধাক্কা দিয়েও হোটেলের কর্মীরা সাড়া পায়নি। এরপর হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পুলিশ ও দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে মাস্টার কি দিয়ে কক্ষের তালা খোলা হলে টেরেন্সকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ওসি হাফিজুর রহমান জানান, 'আমরা হোটেলের গত দুই দিনের সিসিটিভি ফুটেজ নিরীক্ষা করেছি। সন্দেহজনক কিছু পাইনি। প্রাথমিকভাবে ধারণা করছই, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে একটি মেডিকেল টিম উপস্থিত ছিল। আমরা তাদের কাছে মরদেহ হস্তান্তর করি।'
একাধিকবার ওয়েস্টিন ঢাকার সঙ্গে ডেইলি স্টার যোগাযোগ করলেও হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মন্তব্যের জন্য ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Comments