আদাবরে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১০২

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর আদাবর এলাকায় গত রাতে এক যুবককে আটকের পর উদ্ধার অভিযানে গিয়ে এক কনস্টেবল ছুরিকাঘাতে আহন হন। এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ১০০ জনকে আটক করেছে।

আজ মঙ্গলবার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ঘটনাটি ঘটেছে শ্যামলী হাউজিং এলাকায়। পলাশ নামের এক যুবককে সেখানে একদল দুর্বৃত্ত আটকিয়ে রাখে। পরে পলাশের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে।'

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ওই সময় দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় এবং কনস্টেবল আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়, এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হন।

আহত আল আমিন বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়, যেখানে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেন। অভিযানে ১০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়।

ওসি বলেন, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে না, যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English
Bangladesh exports increased in April

Bangladesh’s exports fell in August

Export earnings dip in August driven by sluggish garment sector

2h ago