সিমিন হোসেন রিমির কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার গাজীপুরের কাপাসিয়ার বারিষাব কুশদি গ্রামের জহিরুল হককে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমির ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার রিফাত নূর মৌসুমি জানান, বারিষাব কুশদি গ্রামের নিজের বাড়িতে বিশাল প্যান্ডেল নির্মাণ করে ভোজ সভার আয়োজন করেছিলেন জহিরুল হক। তাঁর বাবার চল্লিশার আয়োজনের কথা বলা হলেও অনুষ্ঠানের মাইকে নৌকার নির্বাচনী প্রচারণা চলছিল। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮(১) ধারা অমান্য করে ভোজের আয়োজন করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে জহিরুল হককে নির্বাচনী আচরণবিধি না ভাঙতে সতর্ক করা হয়।
Comments