‘নৌকায় ভোট দিতে হবে, নয়তো পানি-বিদ্যুৎ-গ্যাস থাকবে না’ বলা ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে গত শনিবার বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। ছবি: ভিডিও থেকে নেওয়া

'নৌকায় ভোট দিতে হবে, নয়তো পানি-গ্যাস-বিদ্যুৎ থাকবে না'- এমন বক্তব্য দেওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে খুঁজছে পুলিশ।

তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

সোমবার দুপুরে মোবাইল ফোনে এসপি বলেন, 'প্রশাসনিকভাবে আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনের আয়োজন করতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এমন সময় ছাত্রলীগের ওই নেতার বক্তব্য সাধারণ জনগণের মনে নেগেটিভ প্রভাব ফেলার সম্ভবনা রয়েছে। তিনি যেভাবেই ওই বক্তব্য দিন না কেন, তা জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাছাড়া তার বক্তব্য নির্বাচন আচরণবিধি লঙ্ঘনেরও শামিল। আমরা ওই নেতাকে খুঁজছি। তাকে অ্যারেস্টের জন্য আমরা চেষ্টা করছি। আশা করি তাকে দ্রুতই অ্যারেস্ট করে তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করতে পারব।'

এসপি বলেন, 'তার নামে এখনও কোনো মামলা হয়নি। কিন্তু আইনগতভাবে তাকে পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারে। কেননা নৌকাকে ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না, এই ধরনের কথা তো কেউ বলতে পারেন না। এটা মানুষের মধ্যে নির্বাচন নিয়ে নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করে। তিনি ওই বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। সেই দৃষ্টিকোন থেকে তাকে গ্রেপ্তার করে আইনগতভাবে জিজ্ঞাসাবাদ করব।'

গত শনিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মাসুম।

ওই বক্তব্যে তিনি বলেন, 'নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না।'

পরে সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আসনটিতে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার।

তবে ছাত্রলীগের ওই নেতার দাবি, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

রোববার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'অতীতে অনেকেই রূপগঞ্জের ক্ষমতায় ছিলেন। কিন্তু কেউ এই ঋষিপাড়ার মানুষকে মূল্যায়ন করেননি। গোলাম দস্তগীর গাজী তাদের গ্যাস, বিদ্যুৎ, পানির ব্যবস্থা করেছেন। তাদের মন্দির করে দিয়েছেন। তিনি নির্বাচিত না হলে আবারও ঋষিপাড়ার মানুষ অবহেলিত হবেন। তাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা সৃষ্টি হবে। বক্তব্যে আমি সে কথাই বলেছি। বিপক্ষের প্রার্থীরা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করছেন।'

Comments