সাভারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ

‘ভুক্তভোগীদের নির্বাচন অফিসে অভিযোগ করতে বলা হয়েছে।’
নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীক পাওয়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।

আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে।

আহত মো. সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি সাইফুল ইসলামের সমর্থক। সকালে আশুলিয়ার গোরাট এলাকায় কর্মীদের সঙ্গে নিয়ে পোস্টার লাগানোর সময় নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদবর ও তার সাত থেকে আটজন সহযোগী মিলে আমাদের মারধর করে এবং পোস্টার ছিঁড়ে ফেলে।'

'একইসঙ্গে এই এলাকায় পুনরায় পোস্টার লাগাতে দেখলে আমাদের হত্যা করা হবে বলে হুমকিও দেয়। এ ঘটনায় আমরা থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করব', বলেন তিনি।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদবর ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।'

বিষয়টি নিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমি জানি। ভুক্তভোগীদের নির্বাচন অফিসে অভিযোগ করতে বলা হয়েছে।'

Comments