চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

আজ ভোরে বন্দরনগরীর ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফের সমর্থকরা তার কার্যালয়ে আগুন দিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এম এ লতিফের বিপক্ষে কেটলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ নম্বর ইপিজেড ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অনেক নেতাও সুমনকে সমর্থন ও তার পক্ষে কাজ করছেন।

আগুনের ঘটনায় এম এ লতিফকে দায়ী করে স্বতন্ত্র প্রার্থী সুমন সাংবাদিকদের বলেন, 'গত রাতে এম এ লতিফের সমর্থকরা আমার অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে। সকালে আমার লোকজন পোড়া কাপড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।'

অভিযোগের বিষয়ে জানতে এম এ লতিফের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (এসি বন্দর) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'অফিসে একটি পিভিসি ব্যানার আংশিক পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।'

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago