শরীয়তপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

শরীয়তপুর
ডিঙ্গামানিক ইউনিয়নের আহমদনগর বাজার এলাকায় নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে এবং বিঝারি ইউনিয়নের ধামারন ত্রিপল্লি বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে নৌকা মনোনীত প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোরের মধ্যে ডিঙ্গামানিক ও বিঝারি ইউনিয়নে এ দুটি পৃথক ঘটনা ঘটে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ডিঙ্গামানিক ইউনিয়নের আহমদনগর বাজার এলাকায় নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে এবং বিঝারি ইউনিয়নের ধামারন ত্রিপল্লি বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।

আগুনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের প্যান্ডেলের কাপড়ের কিছু অংশ পুড়ে গেছে। নৌকার নির্বাচনী অফিসের ১০টি চেয়ার, টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। 

নির্বাচনী ক্যাম্পে আগুনের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী উপমন্ত্রী এনামুল হক শামীম ডেইলি স্টারকে বলেন, 'আমি নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদকে আমার নির্বাচন প্রচারণার প্রধান সমন্বয়ক করা হয়েছে। তার কাছে তথ্য পেয়ে যাবেন।'  

এ বিষয়ে মেয়র আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে নৌকার নেতাকর্মীদের পাঠিয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, পরে তা জানানো হবে। এর আগেও আমাদের কয়েকটি ক্যাম্পে আগুন লাগানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।' 

জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী ডেইলি স্টারকে বলেন, 'এর আগে নৌকার লোকজন আমার ৪টি ক্যাম্প আগুনে পুড়িয়ে দিয়েছে। আজও একটি ক্যাম্প পুড়িয়েছে তাদের পায়ের তলার মাটির সরে গেছে। পরাজয় সুনিশ্চিত জেনে তারা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে।'

জানতে চাইলে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, 'খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago