জনগণ এ নির্বাচন মেনে নিয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

জনগণ এবারের নির্বাচনকে মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, 'জনগণের এখনকার কার্যকলাপে বোঝা যাচ্ছে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন।'

তিনি আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নির্বাচনী গণসংযোগে অংশ নিতে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে করে তিনি আখাউড়া এসে পৌঁছান। আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

আগামী ৭ জানুয়ারির নির্বাচন তামাশার নির্বাচন-- বিএনপির এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা এ নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশা। উনারা (বিএনপি) কথা বলে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে। 

বিএনপির আইনজীবীদের আদালত বর্জনকে নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করে আনিসুল হক বলেন, এর কোনো মর্মার্থ নেই। কারণ হচ্ছে, আদালত তার কাজ করে যাচ্ছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।

পরে আইনমন্ত্রী সড়ক পথে তার নিজ উপজেলা কসবায় রওয়ানা হন।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

14h ago