মুন্সীগঞ্জে নৌকার সমর্থকদের ওপর হামলা, গুলিতে নিহত ১

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত ও অপর একজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে নিহত ডালিম সরকার (৩৫) মুন্সীকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার সোহেল রানা (৪৫)।

নৌকার সমর্থক ও প্রত্যক্ষদর্শী হাসিবুল ইসলাম শান্ত বলেন, 'মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থক রিপন পাটোয়ারীসহ ফরহাদ খার নেতৃত্বে আমঘাটা থেকে লোকজন এসে মুন্সীকান্দিতে আমাদের নৌকা প্রার্থীর ৯-১০ জন সমর্থকের ওপর এলোপাতারি শটগান দিয়ে গুলি করে।'

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান রিপন পাটোয়ারিকে একাধিকবার ফোন করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল অভিযোগ করে বলেন, 'তারা নিজেরা নিজেরা গোলাগুলি করে ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি এ ব্যাপারে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।'

নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে ফোনে কল করা হলে তিনি বলেন, এ ব্যাপারে কিছুক্ষণ পরে কথা বলবেন। তবে পরে আর তিনি কল ধরেননি।

গুলিবিদ্ধ আহত ডালিমকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এ এস আই মো. মাসুদ (সকালে) জানান, রাতে মুন্সীগঞ্জ থেকে গুলিবিদ্ধ রোগী মো. ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত দুই জনকে হাসপাতালে নিয়ে আসে। একজনের গায়ে ক্ষত আছে। তবে তা কিসের ক্ষত আমরা বলতে পারছি না।'

'এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ এখনও পাইনি', জানান ওসি।

Comments

The Daily Star  | English

Of music, colours and festivities: Nation welcomes Bangla New Year

The nation welcomes the Bangla New Year 1432 with a jubilant spirit and celebrates Pahela Baishakh, the first day of the Bangla calendar, with music, colourful rallies, and festive events.

1h ago