নোয়াখালী-৫

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের বাড়িঘরে আগুন দেওয়া হবে: কাদের মির্জা

কাদের মির্জা। ছবি: ভিডিও থেকে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ৭ তারিখ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা যেই হোক তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

তার এমন বক্তব্যে কোম্পানীগঞ্জের স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পরেছে।

আবদুল কাদের মির্জা বলেছেন, 'জামায়াত-বিএনপি কোনো অবস্থাতেই কেন্দ্রের আশপাশে আসতে পারবে না। ছাত্রলীগের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিএনপি-জামায়াতের কোনো লোক যাতে কেন্দ্রের আশপাশে না আসতে পারে সেদিকে খেয়াল রাখা এবং কেন্দ্র রক্ষা করতে হবে।'

তিনি বলেন, 'প্রতিপক্ষের প্রার্থীদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। তবে এটা খেয়াল রাখতে হবে, অন্য প্রার্থীর কাঁধে ভর করে জামায়াত-বিএনপি যেন কেন্দ্রে ঢুকতে না পারে। আজ থেকে নিজ নিজ এলাকায় সজাগ থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'ছাত্রলীগের যাদের যে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা আজকে থেকে যার যার এলাকায় পাহারা বসাও, যাতে কোনো বিএনপি এলাকায় না আসতে পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।'

কাদের মির্জা হুশিয়ারি দিয়ে বলেন, 'আর একটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, ৭ তারিখ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়, যারা করবে তারা যেই হোক তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে। কোম্পানীগঞ্জের মাটি তাদের জন্য হারাম হয়ে যাবে।'

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ছাড়াও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার খাজা তানভীর আহমেদসহ চার জন প্রার্থী হয়েছেন এই আসন থেকে।

Comments

The Daily Star  | English

Multiple blasts heard in Tehran, black smoke visible in east: AFP

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

19h ago