ওআইসির নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

ওআইসির নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক
ওআইসির নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বৈঠক হয়।

আওয়ামী লীগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ওআইসির তিন সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই। আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও ছিলেন—শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কবি কামাল আব্দুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়সা সিদ্দিকা এবং তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Iran launches waves of missiles at Israel in response to airstrikes

"In the last hour, dozens of missiles have been launched at the state of Israel from Iran, some of which were intercepted," the Israeli military said.

11m ago