নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, ট্রেনে আগুন প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা নাশকতা উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, এ ধরনের নাশকতা হতে পারে।
নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, ট্রেনে আগুন প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক
র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা নাশকতা উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, এ ধরনের নাশকতা হতে পারে।

আজ শনিবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

গতকাল ট্রেনে একটি বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে এবং আজ সকাল থেকে বিএনপির ডাকা হরতাল চলমান। এ রকম পরিস্থিতির মধ্যে আপনি কি মনে করেন যে, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে—একজন গণমাধ্যমকর্মী জানতে চাইলে খুরশীদ হোসেন বলেন, 'নাশকতার ব্যাপারে যদি বলি, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, এ ধরনের নাশকতা হতে পারে। ভোট বয়কট যারা করেছে, বিএনপি-জামায়াত; ইতোমধ্যে আমরা তিনজনকে ধরেছি গতকাল রাতে। তাদের কাছে পেট্রল বোমা পাওয়া গেছে ২৮টি, ককটেল পাওয়া গেছে ৩০টি। যে কোনো ঘটনা যখন ঘটে আমরা অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করি। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারব না, কারণ বিষয়টি তদন্তাধীন।

'এমন কোনো আশঙ্কা নেই যে মানুষ নির্ভয়ে (ভোটকেন্দ্রে) আসতে পারবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং এখন পর্যন্ত সারা দেশের আইন-শৃঙ্খলা চমৎকার, স্বাভাবিক। আমি মনে করি, নির্বিঘ্নে মানুষ ভোটকেন্দ্রে আসতে পারবে,' বলেন তিনি।

র‌্যাব প্রধান আরও বলেন, 'নির্বাচন পরবর্তী পর্যায়ে যারা বিজয়ী হবেন এবং যারা পরাজিত হবেন তাদের মধ্যে ঝামেলা হয়, সংঘর্ষ হয়। পরবর্তী পর্যায়ে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমরা রেখেছি। অতএব ভয় পাওয়ার, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই।'

Comments

The Daily Star  | English
interim government's dialogue with BNP

Reforms ahead of polls: BNP waits with cautious optimism

Having weathered a very difficult 15 years as de facto opposition, the BNP now wants only the essential reforms done to ensure free and fair polls.

14h ago