কক্সবাজার-১: কল্যাণ পার্টির সমর্থককে মারধরের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির স্বতন্ত্র প্রার্থী (হাতঘড়ি) মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের এক সমর্থককে মারধর করে মার্কেটের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিনের বিরুদ্ধে।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন। ছবি: সংগৃহীত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির স্বতন্ত্র প্রার্থী (হাতঘড়ি) মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের এক সমর্থককে মারধর করে মার্কেটের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিনের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাতে পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। 

তিনি বলেন, 'শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও তার কয়েকজন সহযোগী পেকুয়া বাজারে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। এসময় মোহাম্মদ বাহাদুরসহ হাতঘড়ি প্রতীকের কয়েকজন কর্মী সেখান দিয়ে যাওয়ার সময় তুহিন বাহাদুরকে আটকায় এবং তাকে মার্কেটের ছাদে নিয়ে গিয়ে মারধর করে ছাদ থেকে ফেলে দেয়।'

'এতে বাহাদুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে', বলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের ছেলে।

ঘটনাটি পেকুয়া থানা পুলিশ ও সহকারী রিটার্নিং অফিসারকে অভিযোগ আকারে জানানো হয়েছে বলেও জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

এ বিষয়ে আজ শনিবার দুপুরে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, 'বিষয়টি লিখিত বা মৌখিকভাবে এ পর্যন্ত  কেউ থানায় অবহিত করেননি। বিভিন্নভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

World Bank ready to be part of key economic reforms in Bangladesh: VP

The World Bank is 'excited' by the interim government's reform agenda and 'it is worth visiting Bangladesh right now', says Martin Raiser

28m ago