প্রথম ২ ঘণ্টায় ভোটার উপস্থিতি কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হলেও, সকাল ১০টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশ কম।

ঢাকা, সাভার, গাজীপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার ভোটকেন্দ্রগুলোতে এমন চিত্র দেখা গেছে। 

রাজউক উত্তরা মডেল কলেজের ৪ কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ হাজার ৮৩৭। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১১৭টি। শতাংশের হিসেবে ভোট পড়েছে ১.০৮ শতাংশ।

সকাল ৯টায় মহাখালী আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারে কম। 

সকাল ১০টায় রাজধানীর বনানী মডেল স্কুলে কিছু ভোটারের লাইন দেখা গেছে।

সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালদি শাহাজাহান উদ্দিন জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে শুরুর প্রথম দুই ঘণ্টায় ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

খুলনা ৩ আসনের দৌলতপুর পাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সকাল সাড়ে নয়টায় ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

গাজীপুরের শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago