দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি: টিভি থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল ৮টার একটু আগেই প্রধানমন্ত্রী সিটি কলেজ প্রাঙ্গণে গিয়ে পৌঁছান। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সিটি কলেজ কেন্দ্রটি ঢাকা-১০ আসনের মধ্যে।

শেখ হাসিনার সঙ্গে তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তাঁর ছেলে রাদওয়ান মুজিব ছিলেন। এ সময় হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী ছবি তোলেন ও কেন্দ্রে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। সময় শুরুর পরই প্রধানমন্ত্রী ভোটকক্ষে প্রবেশ করেন। তারপর তিনি ভোট দেন। টেলিভিশন চ্যানেলগুলো প্রধানমন্ত্রীর ভোট দেওয়া ও বক্তব্য সরাসরি সম্প্রচার করে।

সকাল ৮টায় রাজধানীর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছে দ্য ডেইলি স্টারের প্রতিবেদকরা।

সকালে রাজউক উত্তরা মডেল কলেজ ভোটকেন্দ্র (১১ নম্বর কেন্দ্র)। ছবি: সাদী মুহাম্মদ আলোক/স্টার

ঢাকা-১৮ আসনের ৩ কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরুর প্রথম ২০ মিনিটে দুটি কেন্দ্রে লাঙ্গল প্রতীকের কোনো এজেন্ট আসেনি।

জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আওয়ামী লীগের একমাত্র আসন ঢাকা-১৮ তে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাপার চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। এই আসনে মোট ভোটকেন্দ্র ৫৪টি।

সকালে রাজউক উত্তরা মডেল কলেজ ভোটকেন্দ্রে (১১ নম্বর কেন্দ্র) দেখা যায় এখানে ২০ মিনিটে ভোট দিয়েছেন একজন।

ভোটকেন্দ্র ১১ (পুরুষ-১) এর প্রিসাইডিং অফিসার অফিসার শহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, এখানে পাঁচটি ভোটিং বুথে ভোটার রয়েছে ২৫৮৬ জন। একজন ভোট দিয়েছেন। এখন পর্যন্ত লাঙ্গল ও কেতলী প্রতীকের এজেন্টরা এসেছেন।

এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৫৮৬ এবং ভোটকেন্দ্র ১২ (পুরুষ-২) এ ভোটার সংখ্যা ৩২০০।

ভোটকেন্দ্র ১২ (পুরুষ-২) এর প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন জানান, লাঙ্গল, ট্রাক ও ঈগল প্রতীকে এজেন্ট এসেছে।

রাজউক উত্তরা মডেল কলেজে ভোটকেন্দ্র-১৩ তে (নারী) মোট ভোটার ২২২৯ জন।

প্রিসাইডিং আফিসার মো. হাবিবুর রহমান জানান, এখানে ৮টা ১০ মিনিট পর্যন্ত লাঙ্গলের কোনো এজেন্ট দেখা যায়নি। কেটলি বা ট্রাক প্রতীকের এজেন্টও আসেনি।

উল্লেখ্য, সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এ ছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। এ ছাড়া দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন। এদের মধ্যে থাকছেন বিদেশি গণমাধ্যমকর্মীও।

Comments

The Daily Star  | English

India pushes 123 individuals into Bangladesh

Border Guard Bangladesh (BGB) yesterday detained at least 123 individuals, including Rohingyas and Bangla-speaking individuals, after India pushed them into Bangladesh through Kurigram and Khagrachhari border points.

3h ago