ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে হ্যাট্রিক জয় আনিসুল হকের

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে হ্যাট্রিক জয় আনিসুল হকের
আইনমন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার নির্বাচন কমিশন থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

এতে দেখা গেছে, আসিনুল হক পেয়েছেন দুই লাখ ২০ হাজার ৬৬৭টি ভোট।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী একমাত্র ব্যক্তিও তিনি।

দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৫৮ দশমিক ১৩ শতাংশ। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটকেন্দ্র ১১৮টি। এর মধ্যে কসবা উপজেলায় ৭৪টি ও আখাউড়া উপজেলায় ৪৪টি কেন্দ্র। 

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago