ইভিএম নিয়ে রাজনৈতিক সংকট প্রকট হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'ইভিএম নিয়ে রাজনৈতিক সংকট প্রকট হবে না।'
আজ বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, 'ইভিএম নিয়ে কোনো সংকট দেখছি না। রাজনৈতিক অঙ্গনে যে সংকট দেখছি তা ইভিএম নিয়ে নয়, আরও মোটাদাগে সংকট। আমরা আশাকরি এই সংকট কেটে যাবে।'
'যদি ফয়সালা হয় সব ভোট ব্যালটে হবে। রাজনৈতিকভাবে শতভাগ সমঝোতা যদি হয় অসুবিধা নেই। তখন আমরা সিদ্ধান্ত নেবো,' বলেন তিনি।
আগামী সাধারণ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মঙ্গলবার ৩৯ নাগরিকের যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় আউয়াল এ মন্তব্য করেন।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, 'সব দল নির্বাচনে আসছে, সেটা একটা ভালো উদ্যোগ। আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হলো নির্বাচনটা হলো কি না, ইভিএম নয়।'
নির্বাচনটা অবাধ, সুষ্ঠু নির্বিঘ্ন হলো কি না, সেটা ইভিএমে হলো নাকি ব্যালটে হলো, সেটা হওয়াটাই বড় কথা। কাজেই বড় ধরণের সংকট ওখানে নয়,' যোগ করেন তিনি।
তিনি বলেন, 'সংকট নিরসন হলে নির্বাচনটা সুন্দরভাবে হতে পারে।'
Comments