চট্টগ্রামে বিএনপির সমাবেশ: পথে ছাত্রলীগ-যুবলীগের বাধা-গাড়ি ভাঙচুরের অভিযোগ

সমাবেশ বিকাল ৩টায়। এরই মধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বুধবার দুপুর ১২টায় পোলে গ্রাউন্ড থেকে তোলা ছবি। ছবি: স্টার

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারসহ বিভিন্ন দাবিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে ছাত্রলীগ-যুবলীগের বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছেন দলটির নেতা-কর্মীরা।

সমাবেশে যাওয়ার পথে হামলায় ভাঙচুর করা একটি গাড়ির ভেতরে কাঁচ ভেঙে পরে থাকতে দেখা যায়। ছবি: সংগৃহীত

ছাত্রলীগ-যুবলীগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিএনপি নেতা-কর্মীদের গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজন নেতা-কর্মীকে আহত করেছেন বলে দাবি করেছে বিএনপি।

ফেনীর দাগনভূঁইয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিরসরাই নিজামপুর কলেজের সামনে আমার গাড়ি বহরে হামলা চালিয়ে ৭টি গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছেন।'

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, 'আমি ও ইউএনও রাস্তায় আছি। হামলার অভিযোগ সত্য না।'

 

Comments