রংপুর সিটি নির্বাচন: শেষ সময়েও কেন্দ্রে ভোটারদের লাইন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলেও, কেন্দ্রে অবস্থানরত ভোটারদের ভোটগ্রহণ করা হচ্ছে।
রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪টার পরে ভোটগ্রহণ চলছে। ছবি: কংকন কর্মকার/স্টার

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলেও, কেন্দ্রে অবস্থানরত ভোটারদের ভোটগ্রহণ করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ছিল ভোটগ্রহণের নির্ধারিত সময়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভোটকেন্দ্র এলাকায় অবস্থানরত সব ভোটারের ভোটগ্রহণ করা হবে।

বিকেল সাড়ে ৪টার পর মহানগরের আর পি এমপি স্কুল ও কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

দুপুর ২টার দিকে রংপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, 'ভোটকেন্দ্রে থাকা ভোটারদের যত রাত হোক ভোটগ্রহণ করা হবে।'

নির্বাচনে কোনো কেন্দ্রে কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে, ইভিএমে ভোটগ্রহণে ধীর গতি নিয়ে দুপুর ২টার দিকে জাতীয় পার্টির প্রার্থী মুস্তাফিজার রহমান মোস্তফা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে তার উদ্বেগের কথা জানান।

তিনি নির্বাচনে আশানুরূপ ভোট না পাওয়ার সংশয় ব্যক্ত করেন।

অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সকালে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, ইভিএমে আঙুলের ছাপ শনাক্ত ছাড়া তেমন কোন ত্রুটি ছিল না। 

সব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী লুৎফা ডালিয়া ইভিএম নিয়ে বলেন, 'এটি মোবাইল ফোনের মতো সহজ ব্যবহারযোগ্য। কাজেই ইভিএম নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।'

 

Comments