রসিক নির্বাচন: ২০০ কেন্দ্রে ৮২ হাজার ভোটে এগিয়ে লাঙল, চতুর্থ অবস্থানে নৌকা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বেসরকারি ফলাফলে লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ২৬ হাজার ১৮৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৬৮৯ ভোট। ভোটের ব্যবধান ৮২ হাজার ৪৯৫।

তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন, হাতি প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৫৮০ ভোট। চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২০ হাজার ৪৫ ভোট।

মঙ্গলবার রাতে রংপুর শিল্পকলা একাডেমী নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করা হচ্ছে।

সর্বশেষ রাত ১১টায় বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ৯ হাজার ২৪২ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে ৪ হাজার ৫১১ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৫৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ২ হাজার ৩৩৪ এবং খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু দেওয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৪০৩ ভোট পেয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে কিছু কেন্দ্রে নিয়ম অনুযায়ী সাড়ে ৪টার আগে উপস্থিত হওয়া ভোটারদের নির্ধারিত সময় শেষেও ভোট প্রদান করেছেন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৮ জনসহ সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০নং ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।   

Comments