ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন

নির্বাচন স্থগিতের দাবি নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আসিফের স্ত্রীর

আশুগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্রে মেহেরুন্নিছা। ছবি: খালিদ বিন নজরুল/স্টার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিছা দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না।

আজ বুধবার দুপুর ১টার দিকে আশুগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্রে ভোট দিতে আসেন মেহেরুন্নিছা। তবে তিনি ভোট প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচন স্থগিতের দাবি করেন।

মেহেরুন্নিছা বলেন, 'এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ ভোটার ভোট দিতে আসলেও সরকার দলীয় লোকজন বোতাম চেপে দিচ্ছে। এই অবস্থায় ভোটগ্রহণ স্থগিতের দাবি করছি।'

তিনি বলেন, 'আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি, জোর করে ভোট দেওয়ার সময় সরকার দলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এজেন্ট দেওয়া হলেও তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এমতাবস্থায় ভোটের ফলাফল সবারই জানা।'

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে এখনো নিখোঁজ আছেন।

Comments

The Daily Star  | English

Bengal Group Chairman Morshed Alam arrested

Detective Branch of police arrested Bengal Group Chairman Morshed Alam in the capital last night.

4h ago