আমি না দাঁড়ালে লোকজন ভোটকেন্দ্রে আসত না: হিরো আলম

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, 'যে কয়জন লোক আজ ভোটকেন্দ্রে এসেছে, আমি নির্বাচনে না দাঁড়ালে এই লোকগুলো ঘর থেকে বের হতো না।'

আজ বুধবার দুপুর ৩টায় বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলার চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, 'অতীতে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় ভোটারদের মধ্যে নির্বাচনের প্রতি আগ্রহ, সাহস ও বিশ্বাস উঠে গেছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে মানুষের বিশ্বাস আবার ফিরে আসবে।'

হিরো আলম বলেন, 'বগুড়া-৪ আসনে (নন্দীগ্রাম, কাহালু) ভোট সুষ্ঠু হলেও কিছু অনিয়ম দেখা গেছে বগুড়া-৬ আসনের কিছু কেন্দ্রে। সেখানে বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন।'

বেলা ৩টা পর্যন্ত চকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৭ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৫৯ জন।

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

1h ago