ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: জাপা প্রার্থী হাফিজ উদ্দিন জয়ী

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। 
জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। 

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট।

ভোটগ্রহণ শেষে আজ বুধবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান ১২৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন-জাকের পার্টির মো. এমদাদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির মো. শাফি আল আসাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম।

এ আসনের মোট ভোটার ছিল ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। 

গত ডিসেম্বরে বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করলে এই আসনসহ ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং বগুড়া-৪ ও ৬ আসন শূন্য ঘোষণা করা হয়। আজ বুধবার এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

Comments