ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সেনা কর্মকর্তাসহ ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন সমাবেশে এসে তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন।
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বসতভিটা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে 'সম্মিলিত সংখ্যালঘু ছাত্র জনতা'র ব্যানারে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। এতে হাজারো ছাত্র-জনতা সমবেত হয়েছেন।

এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, বাস্তুভিটা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সভার শেষ পর্যায়ে সেনা কর্মকর্তাসহ ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন সমাবেশে এসে তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিলে সঙ্গে সঙ্গেই ফোনে খবর দেওয়ার অনুরোধ করেন।

সংগঠনের সভাপতি বকুল চন্দ্র বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুবর্ণা চৌধুরী।

Comments