‘প্রধান দলগুলো অংশ না নিলে নির্বাচনের বৈধতা শূন্যের কোঠায় পৌঁছাবে’

‘এখন একটি রাজনৈতিক সংকট বিদ্যমান এবং বড় রাজনৈতিক দলগুলো আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবে কি না, তা একটি বড় চ্যালেঞ্জ।’
সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: মহিউদ্দিন আলমগীর/স্টার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম হোক কিংবা ব্যালট পেপার, শতভাগ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'তবে, ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ করা গেলে নিরাপদে নির্বাচন করা সহজ হয়।'

ব্যালট পেপার ব্যবহার করে আগামী নির্বাচনে ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কারো কোনো চাপ নেই বলেও যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'এখন একটি রাজনৈতিক সংকট বিদ্যমান এবং বড় রাজনৈতিক দলগুলো আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবে কি না, তা একটি বড় চ্যালেঞ্জ।'

সিইসি বলেন, 'প্রধান রাজনৈতিক দলগুলো অংশ না নিলে নির্বাচনের আইনগত ভিত্তি (লিগ্যালিটি) নিয়ে কোনো সংকট হবে না, তবে বৈধতা (লেজিটিমেসি) শূন্যের কোঠায় পৌঁছে যাবে।'

Comments