বরিশাল সিটি নির্বাচন

৮৫ মোটরসাইকেল জব্দ, চলছে তল্লাশি

নির্বাচনকে সামনে রেখে পুলিশ বরিশালে ১০ জুন মধ্যরাত থেকে ১৩ জুন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।
ছবি: টিটু দাস/ স্টার

আগামীকাল সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করায় বরিশালের বিভিন্ন স্থান থেকে ৮৫টিরও বেশি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন থানার কমিশনার মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সম্মিলিত অভিযানে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে পুলিশ বরিশালে ১০ জুন মধ্যরাত থেকে ১৩ জুন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।

নগরীর বিভিন্ন স্থানে ৫টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

পুলিশ বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রেখেছে। রাস্তায় মানুষের উপস্থিতি কম। আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশ অনুসারে শহর ছাড়তে বহিরাগতদের বাস কাউন্টারে জড়ো হতে দেখা গেছে।

Comments