বরিশালে খায়ের আব্দুল্লাহ মেয়র নির্বাচিত

মোট ১২৬টি কেন্দ্রে আবুল খায়ের আবদুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে জয়লাভ করেন।
খায়ের আব্দুল্লাহ
সন্ধ্যায় সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থী খায়ের আব্দুল্লাহ খোকন। ছবি: পলাশ খান/স্টার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়ের আব্দুল্লাহ খোকন জয়ী হয়েছেন।

আজ সোমবার দিনভর ভোটগ্রহণের পরে সন্ধ্যায় গণনা শুরু হয়।

ভোট গণনা শেষে রাত সোয়া ৯টার দিকে বরিশালের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, মোট ১২৬টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।

এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৭ জন। সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সিটির ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ভোটগ্রহণ চলে। দেড় হাজার ইভিএমে ভোটগ্রহণ হয়।

বরিশাল সিটির মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।

মোট ভোটার উপস্থিতি ৫১ দশমিক ৪৬ শতাংশ ছিল বলে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান।

এদিকে, খুলনা এবং বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে বরিশালে দলটির প্রার্থী মুফতি ফয়জুলের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন। পাশাপাশি তারা আসন্ন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনেরও ঘোষণা দেয়।

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls sought

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

6h ago