বগুড়ায় ছয়-নয় করে হারিয়েছে, এখানেও হারায় কি না আমি দেখব: হিরো আলম

হিরো আলম
বক্তব্য রাখছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সুষ্ঠু নির্বাচন হলে প্রয়াত চিত্রনায়ক ফারুকের আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে আলম বলেন, 'অনেকের মনে প্রশ্ন আছে, হিরো আলম হঠাৎ করে ঢাকায় নির্বাচন করছে, তার পেছনে কে আছে? বিএনপি নাকি অন্য কেউ? আমি আগেও বলেছি, আবারো বলছি, আমি শুরু থেকে একাই লড়াই-সংগ্রাম করছি। এখন পর্যন্ত আমার পেছনে কেউ নেই। ভবিষ্যতে যদি আমি কোনো দলে যোগ দেই তাহলে বুঝবেন কেউ আমার পেছনে আছে। যেহেতু আমি স্বতন্ত্রপ্রার্থী, বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে যুক্ত নেই।'

বিএনপির ভোট আপনি পাবেন কি না কী মনে হয় জানতে চাইলে তিনি বলেন, 'এটা ভোটারদের মনের বিষয়। বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে...আমাকে ভোট দেবে কি না একান্ত নিজস্ব বিষয়।'

কেন মনোনয়নপত্র সংগ্রহ করলেন এবং জমা দিলেন জানতে চাইলে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, 'গত কিছু দিন আগে উপনির্বাচনে বগুড়া সদর ও কাহালু-নন্দীগ্রাম দুটি আসন থেকে ৬-৯ করে আমাকে হারানো হয়েছে। এখানে প্রতিবাদের মশাল হিসেবে আমি ভোট করছি। আমাকে তারা বারবার কেন হারাচ্ছে! আমি ভোটে জিতে কেন ক্ষমতা বুঝে পেলাম না! তারই পরিপ্রেক্ষিতে আমি এখানেও ভোট করছি। ওরা ওখানে (বগুড়া) হারিয়েছে, এখানেও হারায় কি না আমি দেখব।'

'জনগণ যদি আমাকে ভালোবাসে এখানেও ভোট দেবে এবং আমাকে এখানেও পাস করাবে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমি একটা কথা বলতে পারি, আমি এখানেও জয় লাভ করব,' বলেন তিনি।

আপনি বলছেন একবার জেতার পরও আপনাকে ক্ষমতা দেওয়া হয়নি, আবারো কেন নির্বাচন করছেন—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কিছু দিন আগে গাজীপুরে নির্বাচন হয়েছে (গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন), সেই নির্বাচনে আমি সুষ্ঠু নির্বাচন দেখেছি। দেখে মনে হয়েছে, ঢাকা শহরেও সুষ্ঠু নির্বাচন পাব।'

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন কেমন দেখেছেন জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, 'বরিশালের নির্বাচন সবাই যা দেখেছে, আমিও তাই দেখেছি। বরিশালের মতো নির্বাচন যদি ঢাকা শহরে হয় তাহলে এখানে আমি জিততে পারব না।'

গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। তিনি বগুড়া-৬ আসনে অনেক ভোট হারলেও বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থীর কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন।

Comments

The Daily Star  | English

US senators call for insider trading probe into Donald Trump over tariff pause

The accusations came as Trump posted a few minutes after Wall Street opened that "IT'S TIME TO BUY".

32m ago