রাজশাহী সিটি নির্বাচনে অংশ নিলে বিএনপি লাভবান হতো: খায়রুজ্জামান

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: স্টার

রাহশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে বিএনপি লাভবান হতো বলে মন্তব্য করেছেন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

আজ বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, 'বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের সমর্থনের বিষয়ে জনমত সম্পর্কে ধারণা পাওয়া যেত।'

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী জানান, ফলাফল যাই হোক না কেন, তিনি তা মেনে নেবেন।

Comments