চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা ২০ মিনিটে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

তবে ভোটার উপস্থিতি ছিল কম। আজ রোববার সকাল সাড়ে ৮টায় ওই কেন্দ্রে ১০/১২ জন ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রে ৬টা বুথে ২৩১৯ ভোটার আছেন। তবে এখনো পর্যন্ত খুব কম সংখ্যক ভোটার কেন্দ্রে এসেছেন।'

সকাল ৮টায় শুরু হয়ে থেকে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম-১০ উপনির্বাচন
নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। ছবি: ছবি: স্টার

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১৫৬টি কেন্দ্রের ২০১টি বুথে ভোটগ্রহণ হচ্ছে।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রগুলোর মধ্যে ৫৯টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।'

তিনি জানান, প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬ ও সাধারণ কেন্দ্রগুলোয় ১৫ সদস্য মোতায়েন থাকবে।

এই উপনির্বাচনে ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on upcoming election

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

2h ago