নির্বাচনের দিন যেন নেটওয়ার্ক বন্ধ না হয়, বিটিআরসিকে চিঠি দিয়েছি: ইসি আনিছুর

সভার ইসি আনিচুর রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন যেন নেটওয়ার্ক বন্ধ না হয়, সেজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

আজ শুক্রবার মৌলভীবাজার সার্কিট হাউস মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

আনিছুর রহমান বলেন, নির্বাচনের দিন যেন নেটওয়ার্ক বন্ধ না হয়, সেজন্য আগেই আমরা বিটিআরসিকে চিঠি দিয়েছি। তবে আইপি টিভিগুলো যেন কোনোরকম অপপ্রচার না করে, সেই বিষয়ে সচেতন হতে হবে সবাইকে।

তিনি আরও বলেন, নিরপেক্ষতাহীনতা যেন না হয়, সেজন্য জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছি। নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা আমাদের দেখার বিষয় না। নিবন্ধিত ৪৪ দলের কেউ যদি আমাদের আমন্ত্রণে না আসে, তবে আমাদের কিছু করার নেই। আমাদের বাধ্যবাধকতা আছে ৮ জানুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে।

'ভোটাররা এলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বিএনপি যদি নির্বাচনে আসে, তবে পুনঃতফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

45m ago