প্রথম ধাপে ৩৩৮ থানার ওসিকে বদলির প্রস্তাব অনুমোদন

আজ বৃহস্পতিবার দুপুরে এই অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
নির্বাচনে সিসিটিভি ক্যামেরা

আগামী ৭ জানুয়ারির নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার দুপুরে এই অনুমোদন দেওয়া হয়।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির প্রস্তাব আমরা অনুমোদন করেছি।'

এর আগে গত ৩০ নভেম্বর আগামী ৭ জানুয়ারির নির্বাচন 'অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে' সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিদের পর্যায়ক্রমে বদলির জন্য নির্দেশনা দেয় ইসি।

এর পরিপ্রেক্ষিতে এক বছরের বেশি সময় ধরে উপজেলাগুলোতে কর্মরত ইউএনও আর ছয় মাসের বেশি সময় ধরে থানায় দায়িত্বে থাকা ওসিদের বদলির জন্য প্রাথমিক পর্যায়ে সরকারের কাছ থেকে প্রস্তাব চায় কমিশন।

গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করে ইসি।

আরও ১১০ জন ইউএনওর বদলির প্রস্তাব এখন ইসিতে আছে।

 

Comments