গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

গত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নাম, ঠিকানাসহ ম্যাজিস্ট্রেটদের আট ধরনের তথ্য চেয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে ইসি।
ম্যাজিস্ট্রেটদের এসব তথ্য চেয়ে গত সোমবার চিঠি দেওয়া হয়েছে।
উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়, '২০১৪, ২০১৮, ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সব জেলা বা সব মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিয়োজিত ম্যাজিস্ট্রেটের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী বা বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইলের নম্বরের তথ্য সরবরাহের অনুরোধ করা হলো।'
Comments