দুপুর পর্যন্ত ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ জনই জাকের পার্টির
ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তাদের মধ্যে আছেন জাকের পার্টির ১০ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের একজন এবং ইসলামী ঐক্যজোটের একজন।
রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ১২ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ঢাকা-১১ আসনে জাকের পার্টির মাসুদ রানা, ঢাকা-১৬ আসনে আমিনুল ইসলাম, ঢাকা-১৫ আসনে মইনুল ইসলাম, ঢাকা-৭ আসনে বিপ্লব চন্দ্র বণিক, ঢাকা-৮ আসনে নজরুল ইসলাম লিটন, ঢাকা-৯ আসনে মফিজুল্লাহ। ঢাকা-১২ আসনে হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনে মো. হুমায়ুন কবির, ঢাকা-৪ আসনে রবিউল ইসলাম ও ঢাকা-১৪ আসনে জাকির হোসেন। ঢাকা-১৭ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার ও ঢাকা-৯ আসনে ইসলামী ঐক্যজোটের লোকমান হোসেন।
Comments