সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

শরিক দলের জন্য একটি সংরক্ষিত নারী আসন ছেড়েছে আওয়ামী লীগ।
AL logo
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিকেলে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়নপ্রাপ্তরা হলেন—

১. রেজিয়া ইসলাম—পঞ্চগড়

২. দ্রৌপদি বেবি আগরওয়াল—ঠাকুরগাঁও

৩. মোসা. আশিকা সুলতানা—নীলফামারী

৪. ডা. রোকেয়া সুলতানা—জয়পুরহাট

৫. কোহেলি কুদ্দুস—নাটোর 

৬. জারা জেবিন মাহমুদ—চাঁপাইনবাবগঞ্জ

৭. রুনু রেজা—খুলনা

৮. ফরিদা আক্তার বানু—বাগেরহাট

৯. মোসা. ফারজানা সুমী—বরগুনা

১০. খালেদা বাহার বিউটি—ভোলা

১১. নাজনীন নাহার নাজমুল—পটুয়াখালী

১২. ফরিদা ইয়াসমিন—নরসিংদী

১৩. উম্মে ফারজানা সাত্তার—ময়মনসিংহ

১৪. নাদিয়া বিনতে আমিন—নেত্রকোনা

১৫. মাহফুজা সুলতানা মলি—জয়পুরহাট

১৬. পারভীন জামান কল্পনা—ঝিনাইদহ

১৭. অ্যারোমা দত্ত—কুমিল্লা

১৮. লায়লা পারভীন—সাতক্ষীরা

১৯. বেগম মুন্নুজান সুফিয়ান—খুলনা

২০. বেধৌরা আহমেদ সালাম—গোপালগঞ্জ

২১. শবনম জাহান—ঢাকা

২২. পারুল আক্তার—ঢাকা

২৩. সাবেরা বেগম—ঢাকা

২৪. শাম্মী আহমেদ—বরিশাল

২৫. নাহিদ ইজহার খান—ঢাকা

২৬. ঝর্ণা হাসান—ফরিদপুর

২৭. ফজিলাতুন্নেছা—মুন্সীগঞ্জ

২৮. শাহীদা তারেক দীপ্তি—ঢাকা

২৯. অনিমা মুক্তি গোমেজ—ঢাকা

৩০. শেখ আনারকলি পুতুল—ঢাকা

৩১. মাসুদা সিদ্দিক রোজী—নরসিংদী

৩২. তারানা হালিম—টাংগাইল

৩৩. বেগম শামসুন্নাহার—টাংগাইল

৩৪. মেহের আফরোজ—গাজীপুর

৩৫. অপরাজিতা হক—টাংগাইল

৩৬. হাসিনা বারি চৌধুরী—ঢাকা

৩৭. নাজমা আক্তার—গোপালগঞ্জ

৩৮. রুমা চক্রবর্তী—সিলেট

৩৯. আশরাফুন্নেসা—লক্ষীপুর

৪০. ফরিদুন্নাহার লাইলী—লক্ষ্মীপুর

৪১. শামীমা হারুণ লুবনা—চট্টগ্রাম

৪২. ফরিদা খানম—নোয়াখালী

৪৩. দিলারা ইউসুফ—চট্টগ্রাম

৪৪. ওয়াশিকা সিদ্দিক খান—চট্টগ্রাম

৪৫. ডরোথি তঞ্চংগ্যা—রাঙামাটি

৪৬. সানজিদা খানম—ঢাকা

৪৭. নাসিমা জামান ববি—রংপুর

এ ছাড়া, গণতন্ত্রী পার্টির অনুরোধে নোয়াখালী থেকে সংরক্ষিত নারী আসনের জন্য কানন আরা বেগমের নাম প্রস্তাব করেছেন আওয়ামী লীগ।

আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে তাদের মনোনয়ন পত্র জমা দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank has to provide info that people have right to know: Arafat

Bangladesh Bank will have to provide all information that public has a right to know, State Minister for Information and Broadcasting, Mohammad Ali Arafat, said today

1h ago