কুমিল্লা উপনির্বাচন: অর্ধেক কেন্দ্রের ফলাফলে এগিয়ে তাহসীন বাহার

সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তাহসীন বাহার। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রায় অর্ধেক কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন তাহসীন বাহার।

আজ শনিবার দিনভর ভোটগ্রহণের পর বিকেলে কুমিল্লা জেলা স্কুল মিলনায়তন থেকে এই ফল ঘোষণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, এখন পর্যন্ত ৫০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে ২১ হাজার ৪৮৪ ভোট পেয়ে এগিয়ে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক পেয়েছেন ১১ হাজার ৯৪৫ ভোট। কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন পেয়েছেন পাঁচ হাজার ৪৮৫ ভোট।

এ ছাড়া, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ পেয়েছেন দুই হাজার ২১০ ভোট।

তাদের মধ্যে তাহসীন বাহারের প্রতীক বাস, মনিরুল হকের টেবিল ঘড়ি, নিজাম উদ্দিনের ঘোড়া ও নুর-উর রহমান মাহমুদের প্রতীক হাতি।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন এবং ভোটকেন্দ্র ১০৫টি। এই সিটি করপোরেশন এবারও ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।

Comments

The Daily Star  | English

Admin in favour BNP in many areas, polls not possible in this situation: Nahid

For a level playing field, a neutral administration, bureaucracy, and police must be ensured

11m ago